ইফতার সময় পদদলিত হয়ে এক রোহিঙ্গার মৃত্যু, আহত ২।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া আশ্রয়শিবিরে লাখো রোহিঙ্গার ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় পদদলিত হয়ে একজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি, ৫০ বছর বয়সী নেয়ামত উল্লাহ, মধুরছড়া আশ্রয়শিবিরের বাসিন্দা ছিলেন। আজ শুক্রবার বেলা ৩টার দিকে কুতুপালং আশ্রয়শিবিরের হ্যালিপ্যাড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন জানান, প্রচণ্ড গরমের মধ্যে নেয়ামত উল্লাহ অনেক দূর থেকে হেঁটে এসে ইফতারে অংশ নিতে পাহাড়ের ঢালে উঠছিলেন, তখন পদদলিত হয়ে তিনি আহত হন এবং পরে হাসপাতালে মারা যান। এছাড়া, আরও দুই রোহিঙ্গা আহত হয়েছেন, যারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আপনার মতামত লিখুন