ইসলামী আন্দোলন বাংলাদেশ সতর্ক করে বলেছে, বিচার বিলম্বিত হলে জনগণ আইন হাতে নেবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ সতর্ক করে বলেছে, বিচার বিলম্বিত হলে জনগণ আইন হাতে নেবে।

মাগুরার শিশুর মৃত্যুর পর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, যদি বিচারপ্রক্রিয়া বিলম্বিত হয়, তবে জনগণ আইন নিজের হাতে নিতে বাধ্য হবে। তিনি উল্লেখ করেন যে, শিশুর ধর্ষণ ও নিপীড়নের মতো ঘটনার বিচার দ্রুত শেষ করার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপের কথা বললেও বাস্তবে তেমন কিছু দেখা যাচ্ছে না।

শুক্রবার, রাজধানীর কারওয়ান বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, মাগুরার শিশুর মতো ঘটনা প্রতিরোধে ইসলামিক আইনগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের পুলিশ বাহিনীর সক্রিয়তার অভাবের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কথা উল্লেখ করেন এবং প্রশাসনের মধ্যে ষড়যন্ত্রকারী ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, কোনো বিশেষ দলের বা দেশের চাপের কারণে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের পর আয়োজন করা উচিত নয়, তা হলে দেশে স্বৈরাচারের ঊদ্ধৃতি ঘটবে।