ধর্ষণ বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং মামলা প্রত্যাহারের দাবিতে কাফন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মাগুরায় শিশুর ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ছাত্রনেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কাফন মিছিল আয়োজন করেছে। আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলে অংশগ্রহণের আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশের জনগণ ছাত্র-জনতার অভ্যুত্থানে শাসক হাসিনাকে পতন করতে সক্ষম হয়েছে, তবে এখনো ধর্ষণ ও হত্যার বিচার নিয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
সৈকত আরিফ আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন কথা বললেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর প্রতিক্রিয়া দেখানো হয়নি। মিছিলটি ভিসি চত্বর হয়ে আবার রাজু ভাস্কর্যর সামনে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হক, অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন