র্যাব কার্যালয়ের সামনে গুম-খুনে জড়িতদের বিচার দাবি করে ‘শহীদি মার্চ’ অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ

র্যাবের সদস্যদের বিরুদ্ধে গুম, খুন ও ক্রসফায়ারের অভিযোগে বিচার দাবি করে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালিত হয়েছে। রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরের সামনে শুক্রবার বিকেলে এই কর্মসূচি আয়োজন করা হয়, যেখানে র্যাবের কর্মকাণ্ডে জড়িতদের বিচার দাবি করা হয়। কর্মসূচি থেকে জুলাই গণহত্যার বিচার এবং গুম-খুনে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আহ্বান জানানো হয়। জুলাই মঞ্চের প্রতিনিধি সাকিব হোসাইন বলেন, র্যাবের কার্যকলাপ জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচের দ্বারা নিষিদ্ধ করার পরামর্শ পেয়েছে। কর্মসূচিতে আরও দাবি করা হয়, গণহত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনা এবং প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ করা।
আপনার মতামত লিখুন