ঢাকায় ফিরে আসার নির্দেশ উপেক্ষা করে কানাডা চলে গেছেন রাষ্ট্রদূত হারুন রশিদ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ
ঢাকায় ফিরে আসার নির্দেশ উপেক্ষা করে কানাডা চলে গেছেন রাষ্ট্রদূত হারুন রশিদ।

মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে গত বছরের ১১ ডিসেম্বর দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নানা অজুহাতে দেশে ফেরার পরিবর্তে কানাডায় চলে যান। সেখানে তিনি এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন এবং বাংলাদেশকে নৈরাজ্যের দিকে ধাবিত হওয়া হিসেবে চিত্রিত করেছেন।

তিনি দাবি করেছেন, ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করে ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেছেন। হারুন আল রশিদের এমন কর্মকাণ্ডের জন্য সরকার তাকে এবং তার পরিবারের পাসপোর্ট বাতিলের ব্যবস্থা গ্রহণ করেছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিনি সরকারের নির্দেশ অগ্রাহ্য করে কানাডা চলে গেছেন এবং সেখানে নিজেকে ‘নির্বাসিত’ বলে দাবি করছেন।

মন্ত্রণালয় বলেছে, তার এমন কর্মকাণ্ড অগ্রহণযোগ্য এবং এর জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।