বসুন্ধরাকে ঋণ পুনঃতফসিলের সুবিধা না দেওয়ার দাবি জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ
বসুন্ধরাকে ঋণ পুনঃতফসিলের সুবিধা না দেওয়ার দাবি জানানো হয়েছে।

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নারী অধিকার প্ল্যাটফর্ম ‘জাস্টিস ফর মুনিয়া’ বসুন্ধরা গ্রুপকে ঋণ পুনঃতফসিলের সুবিধা না দেওয়ার দাবিতে একটি ঝটিকা প্রতিবাদ আয়োজন করেছে। প্রতিবাদে মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার পুনঃতদন্তের দাবি জানানো হয়।

আজ শুক্রবার সকালে ৯ জন নারী একটি ব্যানার নিয়ে প্রতিবাদ করেন, এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রেহনুমা আহমেদ, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, অধিকারকর্মী নাজিফা তাসনিম খানমসহ অন্যান্যরা অংশ নেন। প্রতিবাদে অংশ নেওয়া নারীরা বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হলেও পুলিশ ও পিবিআই তাঁকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ ছাড়াই অভিযোগ থেকে মুক্ত করেছে।

‘জাস্টিস ফর মুনিয়া’ প্ল্যাটফর্মটি দীর্ঘদিন ধরে মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার পুনঃতদন্তের দাবি জানিয়ে আসছে। প্রতিবাদে অংশ নেওয়া রেহনুমা আহমেদ বলেন, সরকারের কঠোর অবস্থান সত্ত্বেও বসুন্ধরা গ্রুপকে ঋণ পুনঃতফসিলের সুবিধা দেওয়া হচ্ছে, যা তারা চ্যালেঞ্জ করতে চান। তারা জানতে চান, বাংলাদেশ ব্যাংক এটি নিজের সিদ্ধান্তে করেছে, নাকি সরকারের চাপে?

সংগীতশিল্পী সায়ান বলেন, ধর্ষণ প্রসঙ্গে, যারা ক্ষমতায় থাকে, তারা ক্ষমতাশালী ধর্ষকদের সঙ্গে সম্পর্ক রাখেন, যা একটি শাসক শ্রেণীর পক্ষ থেকে বিরূপ মনোভাব তৈরি করে।

২০২১ সালের ২৬ এপ্রিল গুলশানে মুনিয়ার লাশ উদ্ধার করা হয় এবং তাঁর বোন নুসরাত জাহান আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।