সকাল ৯টার মধ্যে দুই অঞ্চলে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
সকাল ৯টার মধ্যে দুই অঞ্চলে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, দেশের দুটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ৯টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য দেওয়া হয়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে, আরও একটি আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ অবস্থান করছে, যা শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর ও সিলেট অঞ্চলের কিছু জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি সৃষ্টি করতে পারে। তবে, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।