কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ
কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব

শুক্রবার (১৩ মার্চ) কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইফতারের আগে অধ্যাপক ইউনূস চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রোহিঙ্গাদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

অধ্যাপক ইউনূস বলেন, জাতিসংঘ মহাসচিব এখানে এসেছেন রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের দেশে শান্তিপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে কাজ করবেন। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গারা কেবল মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হতে চান না, বরং তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চান। রোহিঙ্গারা যাতে আবার নিজেদের মাতৃভূমিতে ফিরে যেতে পারে, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও তার বক্তব্যে রোহিঙ্গা সংকটের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, রোহিঙ্গারা নিজেদের দেশ মিয়ানমারে ফিরে যেতে চায় এবং তাদের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। তবে সম্প্রতি বিভিন্ন দেশের সহায়তা কমে যাওয়ায় শরণার্থী শিবিরগুলোতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। তিনি প্রতিশ্রুতি দেন, প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন এবং রোহিঙ্গাদের সংকট আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন।

উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি, যাদের অধিকাংশই ২০১৭ সালের পর বাংলাদেশে আশ্রয় নেয়। তবে দীর্ঘ আট বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি, বরং সাম্প্রতিক মাসগুলোতে আরও হাজারো রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে।