যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত: গ্রিনকার্ড নয়, নাগরিকত্বের জন্য আসছে ‘গোল্ড কার্ড’

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি পরিবর্তনের দাবি জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তিনি স্পষ্টভাবে বলেছেন, গ্রিনকার্ড থাকলেই কারো অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অধিকার নেই। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গোল্ড কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান, যা দেশটির অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রে অভিবাসন ব্যবস্থায় কঠোর পরিবর্তন আনা প্রয়োজন। তিনি জানান, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছেন এবং কঠোর শুল্ক নীতির ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের নাগরিকত্ব প্রদানের প্রচলিত আইনও বদলানোর জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ট্রাম্প প্রশাসন।
নতুন ‘গোল্ড কার্ড’ পেতে আবেদনকারীদের পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৬০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। এতে নাগরিকত্বের পথ উন্মুক্ত হবে, যা বর্তমানে প্রচলিত ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর ভবিষ্যতকে অনিশ্চিত করে তুলছে। উল্লেখ্য, ‘ইবি-৫ প্রোগ্রাম’ বিনিয়োগকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড পাওয়ার সুযোগ দেয়। তবে নতুন নীতির ফলে এই কর্মসূচি বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের এসব সিদ্ধান্ত অভিবাসন নীতিতে এক বিরাট পরিবর্তন আনতে চলেছে, যা যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের জন্য নতুন বাস্তবতা তৈরি করবে।
আপনার মতামত লিখুন