৪৩টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের ৪৩টি দেশে বিভিন্ন মাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। নিউইয়র্ক টাইমস ও বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে রয়টার্স ৪১টি দেশের কথা উল্লেখ করলেও নিউইয়র্ক টাইমস বলছে, নিষেধাজ্ঞার আওতায় ৪৩টি দেশ পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো তিন ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগের দেশগুলোর ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই তালিকায় আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা ও উত্তর কোরিয়ার নাম নিশ্চিতভাবে রয়েছে। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, এই তালিকায় আরও যুক্ত হতে পারে ভুটান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ভেনিজুয়েলা ও ইয়েমেন।
দ্বিতীয় ভাগের দেশগুলোর ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে, যা পর্যটক ও শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলবে। রয়টার্সের তথ্যানুসারে, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার ও দক্ষিণ সুদান এই তালিকায় রয়েছে। নিউইয়র্ক টাইমস আরও কয়েকটি দেশের নাম উল্লেখ করেছে, যার মধ্যে রয়েছে বেলারুশ, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন ও তুর্কমিনিস্তান।
তৃতীয় ধাপের দেশগুলোকে ৬০ দিনের সময়সীমা দেওয়া হবে, যাতে তারা মার্কিন প্রশাসনের উদ্বেগ দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে পারে। রয়টার্স জানিয়েছে, এই ধাপে ২৬টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে, তবে নিউইয়র্ক টাইমস বলছে, তালিকায় ২২টি দেশ রয়েছে। এই দেশগুলোর নাগরিকদের মার্কিন ভিসা আংশিকভাবে স্থগিত করা হতে পারে। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়ায় ঘাটতি দূর করতে পারে, তাহলে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।
এদিকে, রয়টার্সের প্রতিবেদনের পর পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনো কোনো সরকারি চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক তথ্য পাননি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ বলেছেন, তারা শুধুমাত্র সংবাদ মাধ্যমের মাধ্যমে বিষয়টি শুনেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আপনার মতামত লিখুন