শেলটেক ক্রিকেট একাডেমির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নশিপ: কোচ মনিরুজ্জামানের সফলতা

এক বছর আগে থেকে কোচ মোহাম্মদ মনিরুজ্জামান মনি শুরু করেছিলেন ‘হাঁটি হাঁটি পা পা’ করে পরিকল্পনা বাস্তবায়ন, যার ফলস্বরূপ শেলটেক ক্রিকেট একাডেমি নারীদের প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। তিনি দলের সাফল্যের পেছনে ম্যানেজার হুমায়ুন কবীর রিপনের ভূমিকার কথাও উল্লেখ করেছেন।
মোহাম্মদ মনিরুজ্জামান মনি শেলটেক একাডেমির সঙ্গে গত তিন বছর ধরে কাজ করছেন। তার আগের দল ছিল মিরপুর বয়েজ ক্লাব, যা পরে মালিকানা পরিবর্তনের মাধ্যমে শেলটেক নামে পরিচিত হয়। প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই শেলটেক চ্যাম্পিয়ন হয়ে চমক দেখায়। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডানকে ৫৩ রানে হারিয়ে দলের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।
শেলটেকের কোচ বলেন, “প্রথম শ্রেণি থেকে প্রিমিয়ার লিগে যোগ্যতা অর্জন করার পর দলের পরিকল্পনা শুরু করেছিলাম। সিনিয়র ও জুনিয়রদের মধ্যে একটি ভাল কম্বিনেশন তৈরি করতে চেয়েছিলাম। আমরা অধিনায়ক হিসেবে নিগার সুলতানা জ্যোতিকে নিয়েছিলাম, এরপর লেগ স্পিনার, অলরাউন্ডারসহ অন্যান্য ভালো খেলোয়াড়দের দলে নেওয়ার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “প্রতিটি ম্যাচের জন্য পরিকল্পনা করে এগিয়েছি, এবং মোহামেডানের বিপক্ষে জয় আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়।”
এবারের নারী প্রিমিয়ার লিগে ৯টি দল খেললেও শক্তিশালী দল গঠন করা সম্ভব হয়নি অনেক ক্লাবের জন্য। কোচ মনিরুজ্জামান মনে করেন, কিছু বিশেষ খেলোয়াড়দের এক দলেই যাওয়ার কারণে অন্যান্য দলগুলো দুর্বল হয়ে যায়। তিনি ভবিষ্যতে আরও ভালো পৃষ্ঠপোষকতা ও প্রাইজমানি বৃদ্ধির মাধ্যমে এই সমস্যা দূর হওয়ার আশা প্রকাশ করেছেন।
এই কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল খুলনা থেকে, এবং ১৭ বছর ধরে ক্রিকেট কোচিংয়ে যুক্ত থাকা মোহাম্মদ মনিরুজ্জামান এখন নারীদের ক্রিকেট নিয়ে বড় স্বপ্ন দেখছেন।
আপনার মতামত লিখুন