৭টি কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ণ
৭টি কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

ঢাকার সাতটি সরকারি কলেজকে নিয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যার নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)। আজ, ১৬ মার্চ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে একটি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এতে ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথমে, আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোকে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছিল। তারই অংশ হিসেবে, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথম দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় রাজধানীর সাতটি কলেজকে। এসব কলেজগুলো হল: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, এবং সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় দুই লাখ।