মীর নাসির ও মীর হেলালের সাজা স্থগিত, আপিলের অনুমতি পেলেন।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাজার বিরুদ্ধে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের আপিল বিভাগের অনুমতি পেয়েছে। একই সঙ্গে তাদের সাজা স্থগিত করা হয়েছে। আজ রোববার, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
২০০৭ সালে, দুদক মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে। ২০১০ সালে হাইকোর্ট তাদের সাজা বাতিল করে, তবে দুদক আপিল করলে ২০১৪ সালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে। পরবর্তী সময়ে, ২০১৯ সালে হাইকোর্ট তাদের সাজা বহাল রাখে। ২০২০ সালে মীর নাসির ও মীর হেলাল তাদের সাজার বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ তাদের সাজা স্থগিত করে।
আপনার মতামত লিখুন