এসএসসি পরীক্ষা চলাকালে সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁসের গুজব এবং অন্যান্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা শুরুর পূর্বে দেশের সকল কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। তিনি বলেন, প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধে পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপি দোকান বন্ধ রাখা হবে এবং পরীক্ষা শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। বন্যা প্রবণ এলাকাগুলোর পরিস্থিতি বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বোর্ডগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, এসএসসি পরীক্ষা একটি বড় চ্যালেঞ্জ, তাই প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য পরিস্থিতি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে অপতৎপরতা রোধে বিশেষ সহযোগিতা করতে হবে এবং শিক্ষার্থীদের ন্যায্যতা নিশ্চিত করতে হবে।
এছাড়া, পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন না ঘটাতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছে এবং তথ্য মন্ত্রণালয়কে গুজব প্রতিরোধে জনসচেতনতা প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন