ইসির গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রিট দায়ের।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ
ইসির গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রিট দায়ের।

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। এই রিটটি হাইকোর্টে শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার উপস্থাপন হতে পারে, যেখানে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এটি শুনবেন।

১০ মার্চ ইসি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে রাজনৈতিক দল নিবন্ধন করতে ইচ্ছুক দলগুলোকে ২০ এপ্রিলের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। তবে, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম এই গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রিটটি দায়ের করেছেন। তাঁর পক্ষে আইনজীবী আবেদা গুলরুখ হাইকোর্টে এই রিটটি দাখিল করেন।

গণবিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ক-এ উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে রাজনৈতিক দল নিবন্ধন করতে পারবে, তবে হাইকোর্টে দায়ের করা রিটে দাবি করা হয়েছে যে, এই শর্তগুলোর কিছু অসম্ভব বা অযৌক্তিক। রিটের প্রার্থনায় বলা হয়েছে, এই গণবিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং এর কার্যক্রম স্থগিত করার জন্য রুল চাওয়া হয়েছে।