ঈদে ছিনতাইকারী ও চাঁদাবাজদের প্রতিরোধে ডিএমপি কমিশনারের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
ঈদে ছিনতাইকারী ও চাঁদাবাজদের প্রতিরোধে ডিএমপি কমিশনারের নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতরের আগে যাঁরা বাড়ি যাবেন, তাঁদের নিজ দায়িত্বে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আহ্বান জানিয়েছেন। তিনি চোর, ছিনতাইকারী এবং চাঁদাবাজদের কার্যকলাপ প্রতিরোধে পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগে অবস্থিত বাংলাদেশ পুলিশ মিলনায়তনে ফেব্রুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, অপরাধ কমানোর জন্য মহানগরের অলিগলিতে নিয়মিত টহলের পাশাপাশি মোটরসাইকেল টহল বাড়ানো হবে। বর্তমান সময়ে ছিনতাইয়ের ঘটনা অনেকটাই কমেছে এবং এটি ধরে রাখতে হবে।

সভায় ডিএমপির কর্মকর্তারা বলেন, ঈদ উপলক্ষে গাবতলী ও মহাখালী এলাকায় ছিনতাইকারীরা সক্রিয় হতে পারে, তাই পুলিশের আরও সতর্ক থাকা প্রয়োজন। এ ছাড়া, সোনার মার্কেটগুলোসহ বিভিন্ন বিপণিবিতানে পুলিশি টহল বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।