জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধে পুতিনের সম্মতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধে পুতিনের সম্মতি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই প্রস্তাবে সম্মতি জানান। সোমবার রাতে হওয়া দেড় ঘণ্টার ফোনালাপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা হয়। ক্রেমলিন জানায়, রাশিয়া এবং ইউক্রেন আগামী ৩০ দিন জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখবে এবং পুতিন ইতিমধ্যে রুশ বাহিনীকে এই নির্দেশ দিয়েছেন।

এছাড়া, পুতিন কৃষ্ণসাগরে নিরাপদ নৌচলাচলের প্রস্তাবেও সাড়া দিয়েছেন এবং এ ব্যাপারে আলোচনার জন্য মস্কো প্রস্তুত বলে জানিয়েছে। পুতিন আরও বলেছেন, ১৯ মার্চ রাশিয়া ও ইউক্রেন ১৭৫ বন্দী বিনিময় করবে এবং ১৩ জন মারাত্মক আহত ইউক্রেনীয় সেনাকে রাশিয়া হস্তান্তর করবে।

পুতিন বলেন, সংঘাতের তীব্রতা কমাতে এবং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান আনতে বিদেশি সামরিক সহায়তা বন্ধ করতে হবে। ট্রাম্প ও পুতিন শান্তি ও যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন এবং স্থায়ী শান্তির জন্য একমত হয়েছেন।

হোয়াইট হাউস জানায়, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক চুক্তি এবং ভূরাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে আলোচনা করেছেন।