পুলিশ জানায়, খিলগাঁওয়ে যাত্রী সেজে দুই ব্যক্তি গাড়ি ছিনতাই করে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
পুলিশ জানায়, খিলগাঁওয়ে যাত্রী সেজে দুই ব্যক্তি গাড়ি ছিনতাই করে।

রাজধানীর খিলগাঁও এলাকায় চালককে জিম্মি করে প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশের তথ্য মতে, দুই অভিযুক্ত যাত্রী সেজে গাড়িতে উঠে, এসি বন্ধ করার অছিলায় গাড়িটি ছিনতাই করেন। ঘটনার সাত ঘণ্টার মধ্যে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া প্রাইভেট কারটি উদ্ধার করে।

চালক সিরাজুল ইসলামকে জোরপূর্বক নামিয়ে গাড়িটি নিয়ে পালায় তারা। মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে পুলিশ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।