দুদক মৃণাল কান্তি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
দুদক মৃণাল কান্তি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে।

মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস এবং তার স্ত্রী নিলীমা দাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক দুটি মামলা করেছে। মৃণাল কান্তির বিরুদ্ধে ১ কোটি ৫৫ লাখ ১৭ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে, এবং তার আটটি ব্যাংক একাউন্টে ২ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৯০৬ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। নিলীমা দাসের বিরুদ্ধে ১ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ৮৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, এবং তার ৩০টি ব্যাংক একাউন্টে ১৬ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৬৪১ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।