আরসার প্রধানসহ ১০ রোহিঙ্গাকে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৮:০২ অপরাহ্ণ

আদালত মঙ্গলবার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুনুনীসহ ছয়জনের রিমান্ড মঞ্জুর করেছে। তাদের বিরুদ্ধে গোপন বৈঠকে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। পুলিশ ও র্যাবের অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহের গার্ডেন সিটিতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়, তাদের মধ্যে আতাউল্লাহ এবং তার সহযোগীরা মিয়ানমারের আরাকান রাজ্যের সদস্য। আটককৃতদের কাছ থেকে নগদ ২১ লাখ টাকা, একটি চাকু এবং কিছু অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী এবং অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন