বিজিএমইএ: ঈদের আগে শ্রমিকদের ১৫ দিনের বেতন দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
বিজিএমইএ: ঈদের আগে শ্রমিকদের ১৫ দিনের বেতন দিতে হবে।

বিজিএমইএ জানিয়েছে, ঈদের আগে তৈরি পোশাকশ্রমিকদের বোনাসসহ চলতি মাসের অন্তত ১৫ দিনের বেতন প্রদান করতে হবে। পাশাপাশি, যদি সম্ভব হয়, ঈদের দুই-তিন দিন আগে ছুটি দিতে কারখানা মালিকদের অনুরোধ করা হয়েছে।

বিজিএমইএর মহাসচিব মো. ফয়জুর রহমান মঙ্গলবার এক নোটিশে জানান, ৬ মার্চ শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদের আগে শ্রমিকদের মার্চ মাসের ১৫ দিনের বেতন দিতে হবে।

তিনি আরও বলেন, ছুটির দিনগুলোতে সড়ক, রেল, ও লঞ্চযাত্রার অতিরিক্ত চাপ কমাতে সরকার থেকে ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া, ঈদের আগের দিন পণ্যবোঝাই ট্রাকে যাতায়াত ও অতিরিক্ত যাত্রী পরিবহন এড়িয়ে চলার জন্য শ্রমিকদের সচেতন করার আহ্বান জানানো হয়েছে।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমও ছুটির আগে শ্রমিকদের ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছেন এবং মালিকদের ঈদ বোনাস এবং মার্চ মাসের মজুরি পরিশোধের জন্য আলোচনা করতে বলেছেন।

এখন পর্যন্ত দেশে ৩ হাজার ৫৫৫টি রপ্তানিমুখী পোশাক কারখানায় প্রায় ৩০ লাখ শ্রমিক কাজ করছে।