সাংবাদিক আলী হাবিব আর নেই।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
সাংবাদিক আলী হাবিব আর নেই।

দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব আজ মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বিকেলে তিনি অফিসে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন এবং পরে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত পৌনে আটটায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স ছিল ৬১ বছর। আজ রাতে কালের কণ্ঠের অফিসে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে, এরপর মরদেহ ঝিনাইদহের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আলী হাবিব ১৯৬৪ সালে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৩ সালে দৈনিক জনকণ্ঠে যোগ দেন। ২০০৯ থেকে তিনি কালের কণ্ঠে কর্মরত ছিলেন।