বাণিজ্য উপদেষ্টা: দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়, তবে কঠোর করা হবে নিয়ন্ত্রণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
বাণিজ্য উপদেষ্টা: দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়, তবে কঠোর করা হবে নিয়ন্ত্রণ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দুর্নীতিকে পুরোপুরি নিঃশেষ করা সম্ভব নয়, তবে দুর্নীতির পথ কঠোর করা দরকার। তিনি বলেন, সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় বাজারে স্বস্তি ফিরেছে এবং চালের বাজার নিয়ন্ত্রণে আনতে কার্যক্রম চলছে।

বুধবার (১৯ মার্চ) বিকেলে স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের পর রপ্তানি খাতের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের তুলনায় সুযোগ অনেক বেশি। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তিনি জানান, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC থেকে উত্তরণ করবে, এবং এ লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে।