রাউজানে বিএনপির ইফতার অনুষ্ঠানে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
রাউজানে বিএনপির ইফতার অনুষ্ঠানে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে।

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুটি পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয় ইফতার মাহফিল আয়োজন নিয়ে। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন এবং অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় পাঁচটি মোটরসাইকেল ও একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিকেল ৫টার দিকে নোয়াজিশপুর ইউনিয়নের অদুদ চৌধুরী ঈদগাহ মাঠে ইফতার মাহফিল শুরু হলে গোলাম আকবর খন্দকারের অনুসারীরা এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়। এর পর উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তি হলেন আবদুল কাইয়ুম, যিনি গোলাম আকবর খন্দকারের অনুসারী। পরে সংঘর্ষের পর গোলাম আকবরের সমর্থকরা পাশের মসজিদে গিয়ে ইফতার করেন। সন্ধ্যার পর আবারও সংঘর্ষ শুরু হয় এবং ইউসুফ দিঘি এলাকায় অগ্নিসংযোগ হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।