সরকারের কঠোর ব্যবস্থায় বিমানের টিকিট ভাড়া কমলো ৭৫ শতাংশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ
সরকারের কঠোর ব্যবস্থায় বিমানের টিকিট ভাড়া কমলো ৭৫ শতাংশ

সরকারের কঠোর নিয়মকানুন ও হস্তক্ষেপের ফলে সৌদি আরবসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে বিমানের টিকিটের ভাড়া ৭৫ শতাংশ পর্যন্ত কমেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোর ফ্লাইটে যাত্রীদের টিকিটের জন্য অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয়েছিল। গ্রুপ বুকিং স্কিমের কারণে টিকিটের দাম ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে সরকারের নজরদারি ও নতুন নিয়ম বাস্তবায়নের ফলে টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এখন ভাড়া ৫০ হাজার থেকে ৪৮ হাজার টাকায় নেমে এসেছে, এমনকি কিছু রুটে ৩৫ হাজার টাকায়ও টিকিট পাওয়া যাচ্ছে।

বিমান টিকিটের মূল্য নিয়ন্ত্রণে আনতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১১ ফেব্রুয়ারি কঠোর নিয়মকানুন জারি করে। জেদ্দা, মদিনা, দাম্মাম ও রিয়াদের মতো গন্তব্যে কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধি ঠেকাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নিয়ম চালু করা হয়। এখন থেকে টিকিট বুকিংয়ের জন্য যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের ফটোকপি বাধ্যতামূলক করা হয়েছে।

এই নির্দেশনার ফলে বিমান সংস্থাগুলো পূর্বে ব্লক করা টিকিট প্রকাশ করতে বাধ্য হয়েছে, ফলে আসনসংখ্যা বেড়েছে এবং টিকিটের মূল্য কমেছে। যাত্রীরা এখন অনলাইন সিস্টেমে রিয়েল-টাইম আসন প্রাপ্যতা ও ভাড়ার তথ্য পাচ্ছেন। পাশাপাশি বিমান সংস্থাগুলোর মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় দাম কমানোর প্রবণতা দেখা যাচ্ছে।

আটাব সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছে। বিশেষ করে অভিবাসী কর্মীদের জন্য এটি আর্থিকভাবে স্বস্তিদায়ক সিদ্ধান্ত। আটাব-এর মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ বলেন, এ উদ্যোগ শুধু যাত্রীদের জন্যই নয়, পুরো ভ্রমণ শিল্পের জন্যও ইতিবাচক। তবে ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণে রাখতে কঠোর পর্যবেক্ষণ ও নিয়মকানুন প্রয়োগ অব্যাহত রাখা প্রয়োজন।