১৯২ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিলো সরকার
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকার ১৯২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের নির্ধারিত কর্মস্থল থেকে যদি ইতোমধ্যে অন্য কোথাও বদলি হয়ে থাকেন, তাহলে নতুন কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদান পত্র জমা দিতে হবে। তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে বা অনলাইনের মাধ্যমে তাদের যোগদান পত্র দাখিল করতে পারবেন।
এছাড়া, প্রজ্ঞাপনে বলা হয়েছে যে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আপনার মতামত লিখুন