ট্রাম্প অর্গানাইজেশন ভারতের পুনেতে নতুন বাণিজ্যিক টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১:৩৭ অপরাহ্ণ
ট্রাম্প অর্গানাইজেশন ভারতের পুনেতে নতুন বাণিজ্যিক টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে

দ্য ট্রাম্প অর্গানাইজেশন এবার ভারতের স্থানীয় অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগে দেশটিতে নতুন একটি বহুতলবিশিষ্ট বাণিজ্যিক ভবন বা টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে। ভারতীয় অংশীদার ত্রিবেকা ডেভেলপারস এবং কুন্দন স্পেসেসের সঙ্গে এই প্রকল্পের অংশীদারিত্বে, ট্রাম্প অর্গানাইজেশন পুনে শহরে ‘ট্রাম্প ওয়ার্ল্ড সেন্টার’ নামে একটি আবাসন প্রকল্প শুরু করবে। এতে ১৬ লাখ বর্গফুট জায়গায় দুটি কাঁচের টাওয়ার এবং ২৭তলা অফিস স্পেস থাকবে।

এই প্রকল্প থেকে প্রতি বছর ২৯০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের আশাবাদ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ভারত ট্রাম্প ব্র্যান্ডকে অসামান্য উৎসাহের সঙ্গে স্বাগত জানিয়েছে এবং তারা গর্বের সঙ্গে ভারতের প্রথম বাণিজ্যিক প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে ট্রাম্প পরিবার বিশ্বে সবচেয়ে জনবহুল দেশের বাণিজ্যিক আবাসন খাতে প্রবেশের চেষ্টা করছে।

এতদিনে ভারতে ট্রাম্প ব্র্যান্ডের চারটি আবাসিক কমপ্লেক্স ইতোমধ্যে রয়েছে, এবং এখন ভারতের বাণিজ্যিক আবাসন খাতেও প্রবেশ করতে যাচ্ছে ট্রাম্প পরিবার।