গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালাল হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। এই হামলা দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলের নতুন আক্রমণের প্রতি হামাসের প্রথম প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে।
হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, তারা তেল আবিব শহরে ‘এম-৯০’ রকেট ছুড়েছে। ইসরায়েলি বাহিনী জানায়, মধ্য ইসরায়েলে তিনটি প্রজেক্টাইল ছোড়া হয়েছে, যার মধ্যে একটি বাধা দেওয়া হয়েছে এবং দুটি খোলা জায়গায় পড়েছে।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই চলতি সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গত মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা ৪৭০ জনেরও বেশি ছাড়িয়েছে, এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিএনএন জানায়, গত জানুয়ারি থেকে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর গাজা থেকে এই প্রথম রকেট হামলা চালানো হলো। এর আগে, মঙ্গলবার গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর পর একদিন পর ইসরায়েল স্থল আক্রমণও শুরু করে।
এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রাতারাতি ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত এই সংগঠনটি জানায়, গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধ শুরুর প্রতিক্রিয়া হিসেবে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটি ছিল তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা।
আরেকদিকে, বুধবার জেরুজালেমে বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করে। হাজার হাজার মানুষ ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বাইরে জড়ো হয়ে নতুন সংঘাতের বিরোধিতা করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, নেতানিয়াহু যুদ্ধ পুনরায় শুরু করছেন, যাতে তিনি ক্ষমতায় থাকতে এবং তার জোটকে টিকিয়ে রাখতে পারেন। গাজা যুদ্ধ নিয়ে বিভক্তির কারণে তার সরকার ভেঙে পড়ার হুমকিতে রয়েছে।
আপনার মতামত লিখুন