ট্রাম্পের আমেরিকা ভারত ও চীনের মতো পথ অনুসরণ করবে!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ
ট্রাম্পের আমেরিকা ভারত ও চীনের মতো পথ অনুসরণ করবে!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, যেসব দেশ আমেরিকার ক্ষতি করবে, তাদের ওপর বড় আকারে শুল্ক চাপানো হবে। তিনি বলেন, ভারত, চীন এবং অন্যান্য দেশের মতো আমদানি শুল্ক আরোপের পথেই হাঁটবে যুক্তরাষ্ট্র, কারণ তার প্রশাসন দেশের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে।

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর, ট্রাম্প ফ্লোরিডায় একটি সমাবেশে বলেন, তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে লক্ষ্য হবে ‘আমেরিকা ফার্স্ট’, অর্থাৎ দেশের স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া। তিনি জানান, যেসব দেশ বা সংস্থা আমেরিকার ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে বড় শুল্ক আরোপ করা হবে।

এছাড়া, ট্রাম্প বিদেশী কোম্পানিগুলোর উদ্দেশে বলেন, তারা যেন যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে, যাতে আমদানি শুল্ক এড়ানো যায়। তিনি আশা প্রকাশ করেন যে, শিগগিরই যুক্তরাষ্ট্রে অনেক নতুন কারখানা গড়ে উঠবে, যা কর্মী এবং ব্যবসায়ীদের করের বোঝা কমাবে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আবারও ধনী এবং শক্তিশালী করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ব্রিকস সদস্য দেশগুলোর ওপর শুল্ক আরোপের বিষয়েও পূর্বে ইঙ্গিত দিয়েছিলেন, তবে এ বিষয়ে সরকারি কোনো সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।