ট্রাম্প সতর্ক করেছেন যে আদালত যেন তাঁর কাজে কোনো বাধা না দেয়।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
ট্রাম্প সতর্ক করেছেন যে আদালত যেন তাঁর কাজে কোনো বাধা না দেয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তাঁর প্রশাসনের কাজে কোনো ধরনের বাধা না দেওয়া হয়। এর আগে, ভেনেজুয়েলার কয়েক শ নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে এল সালভাদরে পাঠানো নিয়ে আদালতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সংঘাত তৈরি হয়।

ওয়াশিংটনের কেন্দ্রীয় সরকারের বিচারক জেমস বোসবার্গ কড়া ভাষায় সমালোচনা করে বলেছেন, ট্রাম্প প্রশাসন আদালতের আদেশ উপেক্ষা করে কয়েকজন ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করেছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন এই বহিষ্কার কার্যকর করা হলো, তা জানতে আগামী মঙ্গলবারের মধ্যে সরকারের ব্যাখ্যা চেয়েছেন তিনি।

ট্রাম্প প্রশাসন দাবি করেছে, বহিষ্কৃত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অনিয়মিত যুদ্ধ’ চালাচ্ছিল। এর জেরে ১৫ মার্চ ট্রেন ডি আরাগুয়ার গ্যাংয়ের ২৩৮ এবং আন্তর্জাতিক অপরাধী গোষ্ঠী এমএস-১৩-এর ২৩ সদস্যকে এল সালভাদরে পাঠানো হয়। বিনিময়ে যুক্তরাষ্ট্র মধ্য আমেরিকার দেশটিকে অর্থ প্রদান করবে।

ট্রাম্প দ্রুত বহিষ্কার প্রক্রিয়া সম্পন্ন করতে ১৪ মার্চ শতাব্দীপ্রাচীন ‘ভিনদেশি শত্রু আইন’ (এলিয়েন এনিমিস অ্যাক্ট) প্রয়োগের নির্দেশ দেন, যা সাধারণত যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত হয়। তবে পরদিন বিচারক বোসবার্গ দুই সপ্তাহের জন্য এই আইনের প্রয়োগ স্থগিত করেন। কিন্তু এর আগেই অভিযুক্তদের কয়েকটি উড়োজাহাজে করে এল সালভাদরে পাঠিয়ে দেওয়া হয়।

এই পরিস্থিতিতে ট্রাম্প বিচারকদের কড়া সমালোচনা করে বলেছেন, ‘উগ্র ও পক্ষপাতদুষ্ট বিচারকদের ইচ্ছামতো চলতে দেওয়া যাবে না।’ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘বিচার বিভাগের সঙ্গে মতবিরোধের ক্ষেত্রে অভিশংসন কোনো সমাধান নয়।’

বৃহস্পতিবার ট্রাম্প সতর্ক করে বলেন, ‘যদি সুপ্রিম কোর্ট দ্রুত এই পরিস্থিতির সমাধান না করে, তাহলে যুক্তরাষ্ট্র গুরুতর সংকটে পড়বে!’