স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ কারাদণ্ডপ্রাপ্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ কারাদণ্ডপ্রাপ্ত

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, আদালতে হাজির করার পর শরীফ মাহমুদের জামিনের আবেদন করা হয়, তবে তা নামঞ্জুর করা হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক আহমেদ জানান, তাঁকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার বিষয়েও তদন্ত চলছে।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবনে তাঁকে অবরুদ্ধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তাঁকে হেফাজতে নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের ৪ আগস্ট তাঁর সই করা এক চিঠির মাধ্যমে কারফিউ জারি করা হয়েছিল, এজন্য তাঁকে আটক করা প্রয়োজন।

শরীফ মাহমুদ প্রায় এক দশক তেজগাঁও-হাতিরঝিল থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রামে কর্মরত রয়েছেন।