আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও নতুন মঞ্চের ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও নতুন মঞ্চের ঘোষণা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ হয়, যেখানে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামের একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। এই মঞ্চ আগামীদিনে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে।

এর আগে, দুপুরে রাজু ভাস্কর্যের সামনে ইনকিলাব মঞ্চও একই দাবিতে বিক্ষোভ করে এবং রাজপথে থাকার প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদও একই দাবিতে একটি মিছিল বের করে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারে গিয়ে শেষ হয়। বিকেলে আবার ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা’ হলপাড়া থেকে রাজু ভাস্কর্যের দিকে মিছিল নিয়ে আসেন, যেখানে তারা বিভিন্ন স্লোগান দেয়।

এ বি যুবায়ের নামক এক বক্তা জানান, তারা ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন চালিয়ে যাবেন। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে এই মঞ্চ বিলুপ্ত হবে। এছাড়া, আগামীকাল শনিবার বিকেল পাঁচটায় গণ ইফতারসহ অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।