‘কচুক্ষেতের’ সিদ্ধান্ত বাংলাদেশে কার্যকর হবে না: গণতান্ত্রিক ছাত্রসংসদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
‘কচুক্ষেতের’ সিদ্ধান্ত বাংলাদেশে কার্যকর হবে না: গণতান্ত্রিক ছাত্রসংসদ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঘোষণা দিয়েছে যে ‘কচুক্ষেত’ থেকে নেওয়া কোনো সিদ্ধান্ত বাংলাদেশে বাস্তবায়িত হবে না। আজ শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন। সেই কর্মসূচি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়।

বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে টিএসসির রাজু ভাস্কর্য, শাহবাগ হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘কচুক্ষেত’ থেকে নেওয়া কোনো সিদ্ধান্ত বাংলাদেশে কার্যকর হবে না।

গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান বলেন, আওয়ামী লীগ এবং তাদের প্রতীকের অধীনে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না এবং ‘কচুক্ষেত’ থেকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র আশরেফা খাতুন বলেন, ৫ আগস্টের পর দেশের শাসন ও রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন আসবে। তিনি অভিযোগ করেন, সেনানিবাস, ভারত এবং কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় রয়েছে। তবে তারা এ প্রচেষ্টা প্রতিহত করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি বলেন, জনগণ স্পষ্ট করেছে যে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে, ‘কচুক্ষেত’ থেকে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কিছু রাজনৈতিক দল গোপনে কাজ করছে এবং তারা নতুন একটি ফ্যাসিবাদী কাঠামো গড়ে তুলতে চায়।

এ সময় গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্যসচিব সাকিব আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।