তুলসীর ‘সংখ্যালঘু নির্যাতন’ মন্তব্য অন্তর্বর্তী সরকারের জন্য উদ্বেগজনক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ২:০৬ অপরাহ্ণ
তুলসীর ‘সংখ্যালঘু নির্যাতন’ মন্তব্য অন্তর্বর্তী সরকারের জন্য উদ্বেগজনক

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিচালক, তুলসী গ্যাবার্ড দিল্লিতে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামি মৌলবাদের উত্থান নিয়ে যে মন্তব্য করেছেন, তা ভারতের গণমাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। ভারতীয় মিডিয়া দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে মৌলবাদী এবং পাকিস্তানপন্থী রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছে, এবং তুলসীর মন্তব্য তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়েছে। তবে, মাইকেল কুগেলম্যান, ওয়াশিংটনের উলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক, তুলসীর মন্তব্যকে পুরোনো ও পরিচিত বলে মন্তব্য করেছেন, যা মার্কিন সরকারের দীর্ঘদিনের অবস্থানেরই প্রতিফলন।

তুলসী গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা আসলে আগের মার্কিন প্রশাসনও জানিয়েছে। কুগেলম্যান মনে করেন, তুলসীর মন্তব্য মার্কিন সরকারের দীর্ঘমেয়াদি নীতির একটি অংশ এবং এ মন্তব্য শুধুমাত্র ইউনূস সরকার নয়, বাংলাদেশে গত একাধিক সরকারের ব্যাপারেও প্রযোজ্য।