পপ অব কালার আয়োজিত নারী দিবস ছিল বিশেষ এবং উদ্‌যাপনমূলক।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ২:১৫ অপরাহ্ণ
পপ অব কালার আয়োজিত নারী দিবস ছিল বিশেষ এবং উদ্‌যাপনমূলক।

নারীকেন্দ্রিক ফেসবুক প্ল্যাটফর্ম ‘পপ অব কালার’ নারীর শক্তি, সাফল্য ও সম্ভাবনা উদ্‌যাপন করতে একটি বর্ণিল নারী দিবস আয়োজন করেছে। সম্প্রতি, রাজধানীর আমারি হোটেলে আয়োজিত ‘নারী দিবস উদ্‌যাপন–২০২৫’ অনুষ্ঠানে দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গীতি আরা সাফিয়া চৌধুরী, যিনি বলেন, ‘নারীরা এখন শুধুমাত্র স্বপ্ন দেখছে না, তারা সেই স্বপ্ন বাস্তবায়নও করছে।’

অনুষ্ঠানে নারীদের অনুপ্রেরণামূলক যাত্রাকে সম্মান জানাতে ‘পপ অব কালার অনন্যা সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়, যেখানে ১০টি বিভাগে সেরা ১০ জন নারী সম্মানিত হন। এছাড়া, ‘পপ অব কালার সেরা নারী উদ্যোক্তা–২০২৫’ ক্যাটাগরিতেও ১১ জন নারীকে সম্মাননা দেওয়া হয়।

নারীদের জন্য আরও আকর্ষণীয় সেশন আয়োজন করা হয়েছিল, যেমন ‘প্রেরণার পথপ্রদর্শক’, ‘ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ’, ‘স্কিন ও হেয়ার কেয়ার ওয়ার্কশপ’, এবং ‘মেকআপ ওয়ার্কশপ’। ‘পপ অব কালার’-এর প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত বলেন, ‘নারীর সাফল্য গোটা সমাজের অগ্রগতির প্রতীক।’

এ আয়োজনে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ফার্ম ফ্রেশ, মুন্নু সিরামিক, শক্তিপ্লাস এবং ডেইলি স্টার স্পনসর হিসেবে অংশ নেয়।