ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান শুরু।

আসন্ন ঈদে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর বাস চলাচল রোধে যৌথ অভিযান শুরু করা হয়েছে। গাবতলী বাস টার্মিনাল থেকে আমিনবাজার ও বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির কারখানাগুলোতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
শনিবার (২২ মার্চ) সকাল ১১:৩০ থেকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের নেতৃত্বে অভিযান শুরু হয়। গাবতলী বেড়িবাঁধ এলাকায় মাওয়াহীদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে অভিযান শুরু হয়, যেখানে মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রাহাত গাওহারী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশের আইন অনুযায়ী ফিটনেসবিহীন গাড়ি চলাচল শাস্তিযোগ্য অপরাধ। বিআরটিএর তথ্য অনুযায়ী, ১২ মার্চ পর্যন্ত দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৬ লাখ ১১ হাজার ১৪১টি। অভিযানে মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিআরটিএ ম্যাজিস্ট্রেট, এবং মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনাররা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি দারুস সালাম থানা পুলিশের একটি টিমও অভিযানে অংশগ্রহণ করে।
আপনার মতামত লিখুন