টুইটারের নীল পাখির লোগো নিলামে ৩৫ হাজার ডলারে বিক্রি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ
টুইটারের নীল পাখির লোগো নিলামে ৩৫ হাজার ডলারে বিক্রি

টুইটারের আইকনিক নীল পাখির লোগোটি নিলামে প্রায় ৩৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ইলন মাস্ক যখন টুইটার কিনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ‘এক্স’ (X) নামে নামকরণ করেন, তখন সাবেক সদর দপ্তর থেকে আগের লোগোটি সরিয়ে ফেলা হয়।

বিরল এবং সংগ্রহযোগ্য জিনিসপত্র বিক্রি করে এমন প্রতিষ্ঠান ‘আরআর অকশন’ জানিয়েছে, ২৫৪ কিলোগ্রাম ওজনের লোগো এবং সাইনবোর্ডটির মাপ ১২ ফুট বাই ৯ ফুট। এটি ৩৪ হাজার ৩৭৫ ডলারে বিক্রি হয়েছে, তবে ক্রেতার নাম প্রকাশ করা হয়নি।

এটি প্রথম নয়, ইলন মাস্ক আগেও টুইটারের কিছু জিনিস নিলামে তুলেছিলেন। এর মধ্যে ছিল সাইনবোর্ড, স্মারক, রান্নাঘরের সরঞ্জাম, এবং অফিসের আসবাবপত্র। উল্লেখযোগ্য অন্যান্য নিলামে বিক্রি হওয়া আইটেমগুলির মধ্যে রয়েছে অ্যাপল-১ কম্পিউটার, যা ৩৭৫,০০০ ডলারে বিক্রি হয়েছে, এবং ১৯৭৬ সালে স্টিভ জবসের অ্যাপল কম্পিউটার কোম্পানির একটি চেক ১১২,০৫৪ ডলারে বিক্রি হয়েছে।