রেকর্ড লভ্যাংশ দেওয়ার পরও লিনডে বাংলাদেশের শেয়ারমূল্য কমেছে।

রেকর্ড পরিমাণ লভ্যাংশ ঘোষণার পরও গত সপ্তাহে বহুজাতিক কোম্পানি লিনডে বাংলাদেশের শেয়ারমূল্য ১০ শতাংশ হ্রাস পেয়েছে। এ সপ্তাহে কোম্পানিটি প্রতি শেয়ারের বিপরীতে ৪০ টাকা বা ৪০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে, গত সেপ্টেম্বরে তারা ৪১০ টাকা বা ৪১০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেয়।
২০২৪ সালের জন্য মোট শেয়ারপ্রতি ৪৫০ টাকা বা ৪৫০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়, যা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুসারে, গত বছর এক দশকের মধ্যে লিনডে বাংলাদেশ সর্বোচ্চ লভ্যাংশ প্রদান করলেও, গত সপ্তাহে তাদের শেয়ারের মূল্য কমেছে।
ঢাকার বাজারে কোম্পানিটির শেয়ারমূল্য এক সপ্তাহে ১০২ টাকা বা প্রায় ১০ শতাংশ কমে ৯৪০ টাকায় নেমে আসে, ফলে এটি দরপতনের শীর্ষ দশ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে ছিল। বাজার বিশ্লেষকদের মতে, ভালো লভ্যাংশের পরও এ মূল্যহ্রাস অস্বাভাবিক এবং এর যৌক্তিক কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।
একটি শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউসের কর্মকর্তার মতে, বাজারে গুজব রয়েছে যে লিনডে বাংলাদেশ ব্যবসা গুটিয়ে নিতে পারে। এর আগে তারা তাদের ঝালাই ব্যবসা বিক্রি করায় বিনিয়োগকারীদের মধ্যে এ সংশয় তৈরি হয়েছে।
২০২৪ সালের মে মাসে, লিনডে বাংলাদেশ তাদের ওয়েল্ডিং ব্যবসা যুক্তরাষ্ট্রভিত্তিক ইসাব গ্রুপকে বিক্রির সিদ্ধান্ত নেয় এবং ১৩ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫০১টি শেয়ার হস্তান্তর করে। শেয়ার বিক্রির আয় থেকে লভ্যাংশ বিতরণের সিদ্ধান্ত নেওয়ায় কোম্পানিটি রেকর্ড পরিমাণ লভ্যাংশ প্রদান করেছে।
আপনার মতামত লিখুন