গাজায় হামাস নেতা নিহত: ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযান জোরদার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি বৃদ্ধির আলোচনা ব্যর্থ হওয়ার পর বিমান হামলা ও স্থল অভিযান আরো তীব্র করেছে। হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে হামাসের পলিটিক্যাল লিডার সালাহ আল-বারদাউইল রোববার নিহত হয়েছেন।
হামাসপন্থী মিডিয়া সূত্রে জানানো হয়েছে, হামলায় বারদাউইল তার স্ত্রীসহ নামাজ আদায় করছিলেন, এবং তাদের তাঁবুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামাস এই হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। তবে, এ বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলেছেন, তাদের মূল লক্ষ্য হল হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা। গত ১৫ মাসের যুদ্ধে ১৯ জানুয়ারি থেকে সাময়িক যুদ্ধবিরতি স্থাপন করা হয়েছিল, তবে তা সম্প্রতি ভেঙে ফেলা হয়। মঙ্গলবার থেকে ইসরায়েল গাজায় হামলা শুরু করে এবং এরপর থেকে হামলা অব্যাহত রেখেছে, সেইসঙ্গে তারা স্থল অভিযানও জোরদার করেছে।
আপনার মতামত লিখুন