রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১:৪২ অপরাহ্ণ
রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে দেশে ২৪৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯,৭৬৮ কোটি টাকা। গড়ে প্রতিদিন ১১ কোটি ডলার (প্রায় ১,৩৫৩ কোটি টাকা) দেশে আসছে, যা মাসশেষে তিন বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁতে পারে। এতে প্রবাসী আয় বা রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

এর আগে, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ ছিল গত বছরের ডিসেম্বরে, প্রায় ২৬৪ কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে চলতি বছরের ফেব্রুয়ারিতে, প্রায় ২৫৩ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রবাসী আয় বেড়েছে, হুন্ডি ও অর্থপাচার কমেছে। একই সঙ্গে ব্যাংক ও খোলা বাজারে ডলারের দাম সমান হওয়ায় বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী হয়েছেন প্রবাসীরা। এছাড়া আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করেও রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

এই ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ কোটি ডলার, বিশেষায়িত ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২০ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭০.৬৩ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫.৭ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্স এসেছে ১,৮৪৯ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫৫ কোটি ডলার বেশি।