সন্দ্বীপে প্রথম ফেরি চালু, নিরাপদ যোগাযোগের নতুন দিগন্ত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সন্দ্বীপের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানকে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। সোমবার (২৪ মার্চ) সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যোগ দিয়ে বলেন, “সন্দ্বীপের মানুষ এতদিন কাদা মাড়িয়ে, ডিঙি নৌকা ও বোটে করে সমুদ্র পারাপার করতেন। এটি অত্যন্ত লজ্জার বিষয় যে, দেশের অন্যতম উপকূলীয় দ্বীপ হয়েও ৫০ বছরেও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। আজ সেই লজ্জা থেকে মুক্তি পেলাম, কলঙ্ক মোচন হলো।”
এদিন সকাল ৯টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সমুদ্রপথে প্রথম ফেরি যাত্রা শুরু করে সন্দ্বীপের গুপ্তছড়ার উদ্দেশ্যে। মাত্র এক ঘণ্টার মধ্যে ফেরিটি দ্বীপে পৌঁছালে হাজারো মানুষ উচ্ছ্বাসের সঙ্গে একে স্বাগত জানায়।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “এটি শুধু সন্দ্বীপের জন্য নয়, বরং পুরো চট্টগ্রামের জন্য আনন্দের দিন। স্বাধীনতার মাসে এমন সুখবর দিতে পেরে আমি আনন্দিত। সন্দ্বীপের এই অগ্রযাত্রা আজ শুরু হলো, এটি আরও সমৃদ্ধ হবে। এভাবেই সুষম উন্নয়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।”
আপনার মতামত লিখুন