নাম পরিবর্তন ছাড়াই দুই দিনব্যাপী উদযাপিত হবে মঙ্গল শোভাযাত্রা

আসন্ন পহেলা বৈশাখ উদযাপনে নতুনত্ব আনতে আয়োজক ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট হলে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ বৈঠক চলে, যেখানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত ছিলেন। বৈঠকে মূলত শোভাযাত্রার আয়োজন, কাঠামো ও বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়, তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে কোনো আলোচনা হয়নি।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবার পহেলা বৈশাখের উৎসব দুই দিনব্যাপী উদযাপিত হবে। নববর্ষ উদযাপনের সঙ্গে এবার চৈত্র সংক্রান্তির আয়োজনও যুক্ত করা হয়েছে। এবারের বর্ষবরণের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে— “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”।
এর আগে রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, এবারের শোভাযাত্রা শুধুমাত্র বাঙালিদের জন্য সীমাবদ্ধ থাকবে না, বরং চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ সব জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে একটি ইনক্লুসিভ শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়া শোভাযাত্রায় নতুন চমকও থাকবে বলে তিনি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন