নুরুল হক নূর: ছাত্রনেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্ত করছে

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, ছাত্রনেতাদের বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। রোববার (২৩ মার্চ) বিকেলে চাঁদপুরে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “তারা আমাদের পরিচিত ছোট ভাই। আমি অনুরোধ করব, যারা দায়িত্বশীল অবস্থানে আছেন, তারা যেন দায়িত্বশীলতার সঙ্গে কথা বলেন। এমন কোনো কথা বলা উচিত নয়, যা উসকানি তৈরি করে এবং ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটতে সুযোগ করে দেয়।”
নূর আরও বলেন, “গত ১৫ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার না থাকায় দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখন ঐক্যবদ্ধ হয়েছি গণতন্ত্র ফিরিয়ে আনতে, যাতে আওয়ামী লীগ আবারও ফ্যাসিবাদ কায়েম করতে না পারে। আমাদের মধ্যে এমন কোনো আচরণ থাকা উচিত নয়, যা তাদের হাতে অপপ্রচারের সুযোগ তৈরি করে।”
তিনি রাষ্ট্রীয় বাহিনীর প্রসঙ্গে বলেন, “শেষ পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের বড় একটি অংশ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের বিতর্কিত করা যাবে না, কারণ রাষ্ট্র পরিচালনার জন্য তাদের প্রয়োজন হবে।”
অনুষ্ঠানে জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. মাহমুদুল হাসান ও যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
আপনার মতামত লিখুন