তামিম ইকবাল হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ
তামিম ইকবাল হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি

মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির ছিলেন তামিম ইকবাল। তবে মাঠে খেলার সময় তিনি হঠাৎ করে মারাত্মক হার্ট অ্যাটাক করেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে তামিমের হার্টে একটি রিং পরানো হয়। তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, এবং জ্ঞান ফেরার পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন ক্রিকেট বিশ্বের বিভিন্ন সেলিব্রিটি। ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বন্ধু তামিমের জন্য প্রার্থনা করে লিখেছেন, “এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! দ্রুত সুস্থ হও তামিম।”

এছাড়া, কলকাতা নাইট রাইডার্সও তামিমের সুস্থতা কামনা করেছে। তারা ফেসবুকে পোস্ট করে লিখেছে, “দ্রুত সেরে ওঠো, তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।” শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও তার সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন, বলেছিলেন, “তামিমের দ্রুত এবং পুরোপুরি সুস্থতা কামনা করছি। মাঠে যেমনটা তুমি সব সময় করেছ, ঠিক তেমনই লড়াই চালিয়ে যাও।”