যমুনা সেতুতে চাপ বাড়লেও যানজট নেই, টোল আদায় ২.৫৭ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
যমুনা সেতুতে চাপ বাড়লেও যানজট নেই, টোল আদায় ২.৫৭ কোটি টাকা।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও যানজট হয়নি, যান চলাচল স্বাভাবিক রয়েছে। স্বাধীনতা দিবসের ছুটির কারণে মঙ্গলবার বিকেল থেকেই গাড়ির সংখ্যা বাড়তে শুরু করে। যমুনা সেতুর টোল প্লাজা সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৮-২০ হাজার যানবাহন পারাপার হলেও ২৪ তারিখ রাত ১২টা থেকে ২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত ২৯,২৩৩টি যানবাহন পার হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৫০% বেশি। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ টাকা।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী,  ২৬ তারিখ মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টায় ১৫,৩৫৪টি যানবাহন উত্তরবঙ্গগামী ছিল, এতে ১ কোটি ২৭ লাখ টাকার বেশি টোল আদায় হয়, আর ঢাকাগামী ১৩,৮৭৯টি গাড়ির টোল সংগ্রহ হয় ১ কোটি ২৯ লাখ টাকা।

যানজট এড়াতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ টোল প্লাজায় ১৮টি বুথ চালু রেখেছে, যেখানে স্বাভাবিক সময়ে ১২টি বুথ কাজ করে। পাশাপাশি, মোটরসাইকেলের জন্য পৃথক লেনের ব্যবস্থা করা হয়েছে।