ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নিচ্ছেন বাসমালিকেরা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ২:৩৯ অপরাহ্ণ
ঈদ উপলক্ষে  বাড়তি ভাড়া নিচ্ছেন বাসমালিকেরা।

ঈদুল ফিতর উপলক্ষে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা দীর্ঘ ছুটি পেয়েছেন, তাই চট্টগ্রামের বাসিন্দারা আগেভাগে বাড়ির পথে রওনা হচ্ছেন। তবে এখনো সড়কপথে ঈদযাত্রা পুরোপুরি জমে ওঠেনি। আন্তজেলা বাস কাউন্টারগুলোতে এবার অগ্রিম টিকিট কেনার তেমন ভিড় নেই, তবে যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন।

বাসমালিক ও কাউন্টারের কর্মীরা স্বীকার করেছেন যে, ফেরার পথে বাস খালি আসে বলে ৫০ থেকে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। তবে এবার দীর্ঘ ছুটির কারণে আগেভাগেই অনেকে শহর ছেড়ে যাচ্ছেন, ফলে আগামী কয়েক দিনে যাত্রীদের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোর মধ্যে উত্তরবঙ্গের বাসগুলোর ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে। সাধারণত চট্টগ্রাম-রংপুর রুটের নন-এসি বাসের ভাড়া ১,৩০০ টাকা হলেও বর্তমানে এটি ১,৫০০ থেকে ১,৬০০ টাকা করা হয়েছে। একইভাবে রাজশাহী, বগুড়া, পাবনা, নাটোরসহ অন্যান্য রুটেও ভাড়া বেড়েছে। যাত্রীরা অভিযোগ করছেন, কাউন্টার থেকে জানানো হচ্ছে টিকিট নেই, কিন্তু বেশি টাকা দিলে টিকিট মিলছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ মিলেছে, এবং চারটি পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই, তবে ৫০-১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়ার বিষয়টি বাসমালিক সমিতিও স্বীকার করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।