ভারত বাংলাদেশ সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ, জানিয়েছেন নরেন্দ্র মোদি।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ২:৪২ অপরাহ্ণ

বাংলাদেশের স্বাধীনতা দিবসে, শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি প্রধানমন্ত্রী ইউনূসকে পাঠানো এক বার্তায় বলেন, দুই দেশের সম্পর্ক একে অপরের স্বার্থের প্রতি সংবেদনশীলতা ভিত্তিক এগিয়ে যাবে। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বাংলাদেশের রাষ্ট্রপতিকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি বাণিজ্য, যোগাযোগ এবং সাংস্কৃতিক সহযোগিতা।
আপনার মতামত লিখুন