ঈদে আবাসিক হল খোলা রাখার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ
ঈদে আবাসিক হল খোলা রাখার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঈদুল ফিতরের সময় আবাসিক হল খোলা রাখার দাবিতে আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। প্রাধ্যক্ষ পরিষদ নিরাপত্তার কারণে ঈদে হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, এবং ২৬ মার্চ  ১২টার মধ্যে  শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত হল বন্ধ থাকবে। ২০২২ সাল থেকে ঈদের ছুটিতে হলগুলো খোলা ছিল।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, তারা বাড়ি না গিয়ে ক্যাম্পাসে থাকতে চান, তবে প্রশাসন কোনো বিকল্প ব্যবস্থা দিচ্ছে না। কিছু শিক্ষার্থী নিরাপত্তার অজুহাত তুলে হল বন্ধ করার সিদ্ধান্তের বিরোধিতা করেন। ছাত্র ইউনিয়নের নেতা রাকিব হোসেন বলেন, ছাত্রলীগের সময়ে যদি শিক্ষার্থীরা হলের মধ্যে থাকতে পারত, তবে এখন কেন তারা থাকতে পারবে না। তারা হল খোলা রাখার দাবি জানাচ্ছেন।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও প্রক্টর। তবে শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে আগামীকালও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।