ফ্রান্সে প্রশিক্ষণ মহড়ার সময় দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত

ফ্রান্সের পূর্বাঞ্চলের সেন্ট-ডিজিয়ারে একটি বিমানঘাঁটির কাছে প্রশিক্ষণ মহড়ার সময় দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটে ‘প্যাট্রোইল ডি ফ্রান্স’ অ্যারোবেটিক্স দলের ছয়টি আলফা জেট যুদ্ধবিমান মহড়ায় অংশ নিচ্ছিল। এসময় আকাশে দুটি বিমানের সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।
ফরাসি বিমান ও মহাকাশ বাহিনীর এক্স-পোস্টে জানানো হয়, বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলট ও এক আরোহী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা কাজ শুরু করে এবং আহত ক্রুদের হাসপাতালে নেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, মহড়ার সময় ছয়টি যুদ্ধবিমান একসঙ্গে উড়ছিল এবং রঙিন ধোঁয়া নির্গত করছিল। সংঘর্ষের পর দুটি বিমান মাটিতে পড়ে যায় এবং বিশাল অগ্নিগোলার সৃষ্টি হয়।
ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ঘটনাটি নিশ্চিত করেছেন এবং এক্স-এ লিখেছেন যে, উদ্ধারকাজ দ্রুত চালানো হচ্ছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পাইলটদের প্রতি সমবেদনা জানান।
আপনার মতামত লিখুন