প্রধান বিচারপতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনারারি ফেলো পদে মনোনীত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৩:৪২ অপরাহ্ণ
প্রধান বিচারপতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনারারি ফেলো পদে মনোনীত হয়েছেন।

আইন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় তার অবদানের জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে আজীবনের ‘অনারারি ফেলোশিপ’ দিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বুধবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করার পর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াধাম কলেজ থেকে আইনশাস্ত্রে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন প্রধান বিচারপতি। ওয়াধাম কলেজের ওয়ার্ডেন রবার্ট হ্যানিং একটি চিঠির মাধ্যমে প্রধান বিচারপতিকে এই সম্মাননা দেয়ার ঘোষণা দেন।

চিঠিতে বলা হয়েছে, এই সম্মানসূচক ফেলোশিপ আজীবনের জন্য এবং এতে প্রধান বিচারপতি বিশেষ সুযোগ-সুবিধা লাভ করবেন। ওয়াধাম কলেজ তার গুরুত্বপূর্ণ অর্জনগুলোকে স্বীকৃতি জানাতে এই ফেলোশিপ প্রদান করেছে এবং ভবিষ্যতে কলেজের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে স্বাগত জানানো হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এই সম্মাননা বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং বিচার বিভাগের জন্য একটি গৌরবময় মুহূর্ত, যা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বিচার বিভাগের মর্যাদার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। এটি প্রধান বিচারপতির ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বাংলাদেশের বিচার বিভাগের আন্তর্জাতিক স্বীকৃতির নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।